আমাদের অর্জনসমূহ
কুষ্টিয়া সদর উপজেলাটি জেলার সবচেয়ে উচুঁ স্থানে অবস্থিত বলে বন্যা বা অন্য কোন প্রাকৃতিক দূর্যোগ হয় না বললেই চলে। বাংলাদেশের মৎস্য সম্পদের সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি ও উন্নয়নে মৎস্য অধিদপ্তর প্রধান ভূমিকা পালন করে থাকে। জাতীয় জিডিপির ৩.৫৭ শতাংশ এবং মোট কৃষিজ আয়ের ২৫.৩০ শতাংশ মৎস্য উপখাত থেকে আসে। বিগত দশকে মৎস্য খাতে জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশ। দেশের রপ্তানি আয়েও মৎস্য খাত উল্লেখযোগ্য অবদান রাখছে। আমাদের দৈনন্দিন খাদ্যে প্রানিজ আমিষের প্রায় ৬০ শতাংশ যোগান দেয় মাছ। অভ্যন্তরীন জলাশয় থেকে মৎস্য আহরন ও উৎপাদনে বাংলাদেশ বিশ্বে যথাক্রমে ৩য় ও ৫ম স্থান অধিকার করেছে।
উন্নত পদ্ধতিতে মাছ ও চিংড়িচাষ ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ প্রদান, মৎস্যচাষ বিষয়ক পুস্তক, পুস্তিকা ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ এবং বার্ষিক প্রতিবেদন প্রনয়ণ করা হয়। মৎস্য হ্যাচারির নিবন্ধন প্রাপ্তিতে সহায়তা প্রদান ও মৎস্য খাদ্য বিক্রেতার লাইসেন্স প্রাপ্তিতে সহায়তা প্রদান করা হয়। ব্যাপক সম্ভাবনাময় এই উপজেলায় উপজেলা মৎস্য দপ্তর সফলতার সাথে কাজ করে আসছে। বর্তমানে এই উপজেলায় ১জন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, ১ জন ক্ষেত্র সহকারী, ১জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ১জন অফিস সহায়ক কর্মরত আছেন। জাতীয় কৃষি প্রযুক্তি প্রকল্প (ফেজ-২) (সমাপ্ত) এর আওতায় উপজেলা মৎস্য দপ্তরে ১জন সম্প্রসারণ কর্মকর্তা ও ১জন ক্ষেত্র সহকারী এবং ১৫টি ইউনিয়নে ১৫ জন লিফ মাঠ পর্যায়ে মাছ চাষিদের পরামর্শ ও সহযোগিতা প্রদান করে থাকে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় মৎস্যচাষী, মৎস্যজীবী ও অন্যান্য সুফলভোগীদের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান, মৎস্য আবাসস্থল উন্নয়ন, প্রর্দশনী খামার, উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, মৎস্যচাষী, মৎস্যজীবীদের মৎস্য খামার পরিদর্শণ, মাছ ও চিংড়ির রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রনে পরিদর্শণ ও পরামর্শ প্রদান কার্যক্রম উল্লেখযোগ্য। দেশীয় প্রজাতির মাছের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য ৩টি অভয়াশ্রম স্থাপন করা হয়েছে। এই উপজেলায় ১টি সরকারি হ্যাচারি ও ০৩টি বেসরকারি হ্যাচারি রয়েছে। এসব হ্যাচারি থেকে রুই জাতীয় মাছের পোনা উৎপাদন করা হয়। দেশের মোট চাহিদার উল্লেখযোগ্য পরিমান পোনার যোগান দেয় এই উপজেলার হ্যাচারিগুলো। এই উপজেলাবর্তমানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম চলমান রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ইলিশ ও জাটকা সংরক্ষণে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়ন করা হয়। ইতমধ্যে এই প্রকল্পের মাধ্যমে ৮২ জন সুফলভোগী জেলেদের মাঝে পরিবার প্রতি ০১ টি করে বকনা বাছুর গরু বিতরণ করা হয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS